শিরোনাম
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান ও ই-পাসপোর্ট
বিস্তারিত
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্ট ভেরিফিকেশন ও ই-পাসপোর্ট সংক্রান্ত যোগাযোগ করুন নিম্নে দেওয়া নম্বর সমূহেঃ-
১। এএসআই (নিঃ)/ জনাব মহিউদ্দিন - মোবাইল নং- 01320-113931 (পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য যোগাযোগ করুন)
২। এএসআই (নিঃ)/ জনাব আব্দুর রহিম - মোবাইলঃ- 01320-113932 (ই-পাসপোর্ট ও পাসপোর্ট ভেরিফিকেশন এর জন্য যোগাযোগ করুন)
৩। ডিআইও ১/জনাব সৈয়দ মোঃ ফজলে রাব্বী, কুমিল্লা - মোবাইল নং - 01320-113981
পুলিশ ক্লিয়ারেন্স: এটি গ্রাহকের সুবিধার্থে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিম্নলিখিত বিষয় যাচাই করে দেয়া হয় :
ক) পড়ালেখা সংক্রান্ত
খ) ব্যক্তিচরিত্র সংক্রান্ত
গ) কোনরুপ ফৌজদারী মামলা আছে কি না তা যাচাই
ঘ) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই
ঙ) থানা রেকর্ডে তার সম্পর্কে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই
চ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই
মেট্রোপলিট্রন/জেলা পুলিশের আওতাধীন সংশ্লিষ্ট পুলিশ কমিশনার/পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করতে হয়৷ নিম্নলিখিত বিষয় আবেদনপত্রের সাথে জমা দিতে হয়৷
ক৷ পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবরে সাদা কাগজে আবেদনপত্র
খ৷ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি
গ৷ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় অনুকূলে ট্রেজারী চালানের মূলকপি
ঘ৷ পাসপোর্টে উল্লিখিত স্থায়ী বা অস্থায়ী ঠিকানার যেকোন একটি অবশ্যই সংশ্লিষ্ট মহানগর/জেলার অভ্যন্তরে হতে হবে৷
ঙ৷ আবেদনপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কমিশনার/পুলিশ সুপার অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে৷
চ৷ বাংলাদেশে বসবাসরত/কর্মরত বিদেশী নাগরিক/বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিগন উপরোক্ত কাগজপত্রসহ নিজে অথবা অনুমোদিত ব্যক্তি দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন৷
ছ৷ সকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজী ভাষায় হবে এবং পররাষ্ট্রমন্ত্রণালয় হতে সত্যায়িত করে দেয়া হবে৷